বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গা পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  

চুয়াডাঙ্গা পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরণ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা পৌরসভার কোট মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক স্থানীয় সরকার শাখা) ও দায়িত্বপ্রাপ্ত চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৫ দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই সময়টা আসলে ডেঙ্গু প্রবন। 

এ সময় প্রাপ্তবয়স্ক মানুষসহ শিশু ও বয়স্ক ব্যক্তিরা সচেতনতার অভাবে আক্রান্ত হয়ে থাকে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করা হবে।

তিনি আর বলেন, এ ধরনের  যেকোনো সমস্যার সমাধানে সাংবাদিকসহ চুয়াডাঙ্গা পৌরসভা যেকোনো ব্যক্তি পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। 

উল্লেখিত সমস্যাগুলোর সমাধানে দ্রুত পদক্ষেপও গ্রহণ করা হবে।  উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার সচিব এসএম রেজাউল করিম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মহলদার ইমরান আহমেদ রিন্টু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিনা আক্তার রুবি প্রমুখ।

টিএইচ